রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুন



আই সি সি র‍্যাঙ্কিং এ ছয়ে আসার হাতছানি বাংলাদেশের

মোঃ তরিকুল ইসলাম জিসান,খেলাধুলা প্রতিনিধি আই সি সি র‍্যাঙ্কিং এ ছয়ে আসার হাতছানি বাংলাদেশের
। ইংল্যান্ড এর সাথে ৩-০ তে ওয়ানডে সিরিজ হেরে পয়েন্ট হারিয়ে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পাকিস্তান। এদিকে ৯০ রেটিং নিয়ে সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ। জিম্বাবুয়ে কে ৩-০ তে সিরিজ হারাতে পারলে ছয়ে আসার এক ধাপ এগিয়ে আসবে বাংলাদেশ।অন্যদিকে টি ২০ ক্রিকেটে ২২৫ রেটিং নিয়ে নবম অবস্থানে শ্রীলংকা, একই রেটিং পয়েন্ট নিয়ে দশম অবস্থানে বাংলাদেশ। আর এক পয়েন্ট পেলে নয়ে চলে আসবে। ৩-০ বা ২-১ টি ২০ সিরিজ জিততে পারলে শ্রীলংকা কে পেছনো ফেলবে। শুভ কামনা রইলো।

0/আপনার মতামত জানান

বিজ্ঞাপন

বিজ্ঞাপন