রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুন



অনাহারে ভোগা রিপন চন্দ্র হাওলাদারকে খাদ্য সামগ্রী প্রদান করলো তারুণ্যের বুড়ামজুমদার সংগঠন



মোঃ তরিকুল ইসলাম জিসান, স্টাফ রিপোর্টার, 
বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের বাশিন্দা  রিপন চন্দ্র হাওলাদার দীর্ঘদিন ধরে অনাহারে ভূগতেছিলো তারুণ্যের বুড়ামজুমদার সংগঠন কে অভিহিত করলে তার ভাইয়ের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যের বুড়ামজুমদার সংগঠন এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃআসাদুল ইসলাম রাফিল ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম এবং তখন তারা তাদের ভেঙ্গে না পরার আশ্বাস দেন। এবং তারা বলনে রিপন আমাদের ভাই আমরা রিপন এর পাশে সব সময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ । 

রিপন যখনি আমাদের শরন করবে তখনি আমার ভাইয়ের মতো এসে রিপন এর কাছে দাড়াবো ।কথা সুনে পরিবারটি কিছু ভরশা পায় এবং সংগঠনে সকলের প্রতি দোয়া রাখেন । সংগঠন টির সংগঠন এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃআসাদুল ইসলাম রাফিল বলেন শুধু রিপনকে নয় আমরা শত অসহায় মানুষের পাশে সব সময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ । যেখানে অসহায় মানুষ সেখানে তারুণ্যের বুড়ামজুমদার । মানবতার সেবায় সব সময় সর্বদা প্রস্তুত থাকি আমরা তারুণ্যের বুড়ামজুমদার সংগঠন।

0/আপনার মতামত জানান

বিজ্ঞাপন

বিজ্ঞাপন