রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুন



বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়ার এর গণ মানুষের দাবী মহান মক্তিযুদ্ধের নাম সহ একটি মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ চাই।

ফেইসবুক পেজ থেকে সংগ্রহীত ছবি 

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার 

মহান মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে স্মরণীয় করার লক্ষ্যে, বুড়ামজুমদার ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের নাম সহ একটি "মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ" নির্মাণের অনুরোধ জানাচ্ছি।

প্রিয় ইউনিয়নবাসী, 

সকল গণ মানুষের দাবী।  আমরা একসাথে আওয়াজ তুলে আগামীর প্রজন্মেকে গর্বিত উপহার গড়ে তুলতে চাই।

 এ জন্য সম্মানিত অভিভাবক, মুক্তিযুদ্ধের এ মহান বার্তাকে কার্যকর করার লক্ষে উপর মহল  কর্মকতা দের   সুদৃষ্টি কামনা করছি।

এবং আচিরেই আমরা বুড়ামজুমদার ইউনিয়ান বাসী এর মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ চাই

বুড়ামজুমদার_ইউনিয়ন_বীর_মুক্তিযোদ্ধাদের_তালিকাঃ-

০১/শাহজাদা আবদুল মালেক খান সাবেক (মন্ত্রী)

- কাউনিয়া

০২/কামরুজ্জামান জলিল

- বদনীখালী

০৩/মোঃ আলতাফ হোসেন হাং

- বদনীখালী

০৪/মোঃ ওয়াজেদ আলী খাঁন 

- বদনীখালী

০৫/মোঃ আলতাফ হোসেন

- বলইবুনিয়া

০৬/বিরেন চন্দ্র রায়

- বলইবুনিয়া

০৭/সুলতান হাওলাদার 

- বদনীখালী

০৮/মোঃ আশ্রাফ আলী মাষ্টার 

- বদনীখালী

০৯/নুরুল ইসলাম কমান্ডার 

- বদনীখালী

১০/ওয়ারেচ হাওলাদার

- বদনীখালী

১১/আঃ আজিজ হাং 

- বদনীখালী

১২/মোঃ শাহজাহান

- কাউনিয়া

১৩/আঃ আজিজ হাওলাদার 

- বদনীখালী

১৪/মোঃ কামাল হোসেন

- কাউনিয়া

১৫/মোঃ হাবিব

- কাউনিয়া

১৬/মোঃ দেলোয়ার হোসেন

- কাউনিয়া

১৭/মোঃ হাবিবুর রহমান

- কাউনিয়া

১৮/মোঃ মোতালেব

- কাউনিয়া

১৯/মোঃ খলিল হাওলাদার

- কাউনিয়া

২০/মোঃ নাসির উদ্দিন

- দঃ করুণা

২১/মোঃ ফারুক আলম

- দঃ করুণা

২২/কাজী অনসার উদ্দিন

- দঃ করুণা

২৩/কাজী মাহতাফ উদ্দিন

- দঃ করুণা

২৪/কাজী আলতাফ হোসেন

- দঃ করুণা

২৫/কাজী মতিউর  রহমান

- দঃ করুণা

২৬/মোঃ গেন্দুকাজী

- দঃ করুণা

২৭/গোলাম ছরোয়ার

- দঃ করুণা

২৮/জোনাব আলী খাঁ

- দঃ করুণা

২৯/ফরিদ উদ্দিন খাঁ

- কাউনিয়া

৩০/আবদুল মজিদ

- দঃ করুণা

৩১/আবদুল লতিফ

- দঃ করুণা

৩২/আবু তৈয়ব খাঁ

- দঃ করুণা

৩৩/এনায়েত হোসেন

- দঃ করুণা

৩৪/মোঃ মোশারেফ হোসেন

- দঃ করুণা

৩৫/আব্দুল মোতালেব

- দঃ করুণা

0/আপনার মতামত জানান

বিজ্ঞাপন

বিজ্ঞাপন