মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার
বরগুনায় স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে সাংবাদিক মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার গুলিশাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
মাসুম বিল্লাহ দৈনিক গণকন্ঠের বরগুনা জেলা প্রতিনিধি।
আহত সাংবাদিক মাসুম বিল্লাহ'র স্ত্রী শারমিন জাহান রাজমিন জানান, দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় একই এলাকার মাহবুবুল আলম পনুর ছেলে শহিদুল ইসলাম সেলিম।
সাংবাদিক মাসুমের সাথে তার বিয়ে হলে তাকে বিয়ে করতে না পেরে মঙ্গলবার ভোর রাতে মাসুম ফজরের নামাজ পড়ার জন্য শ্বশুরবাড়ির পুকুরে ওজু করতে গেলে সেলিম ও তার সাথে থাকা কয়েকজন অজ্ঞাতনামা লোক হামলা চালায়। এসসয় মাসুমকে মাথায় কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যায়। মাসুমের চিৎকারে শ্বশুর বাড়ির লোকজন ছুটে এসে সদর হাসপাতালে ভর্তি করায়। এ বিষয়ে সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন