রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুন



ভৈরব নদীকে ঘিরে গড়ে উঠেছে হাজার হাজার কোটি টাকার বানিজ্য কেন্দ্র


মোঃ তরিকুল ইসলাম জিসান,স্টাফ রিপোর্টার
 

যশোরের অভয়নগর উপজেলার শিল্প-বাণিজ্য ও বন্দর নগর হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি পৌছেছে নওয়াপাড়া নদী বন্দরের। এ বন্দর ঘিরে গড়ে উঠেছে শতশত ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান। বন্দরটিতে বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার আমদানিকৃত পণ্য খালাস হয়। 

এছাড়া অন্যান্য পন্য সামগ্রী মিলে মোট ২০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের পণ্য খালাস হয় এ বন্দরে। এ বন্দরকে ঘিরে নওয়াপাড়া দেশের বৃহত্তম সারের মোকাম হিসেবে খ্যাতি লাভ করে। যদিও  নানা জটিলতার কারনে সংকুচিত হয়েছে নওয়াপাড়ার সারের মোকাম। তবুও দেশের প্রায় অর্ধেক সার এখনও এ বন্দরে খালাস হয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌছায়। কেবল সার নয় এ বন্দরে বিদেশ থেকে আমদানীকৃত শত শত কোটি টাকার খাদ্যশষ্য, কয়লা ও পাথর খালাস হয়ে থাকে। এ বন্দরকে ঘিরেই এখানে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় ক্ষুদ্র ও কুটির শিল্প। তাছাড়া নানামুখি ব্যবসার প্রসার ঘটেছে ছোট্ট নদী ভৈরবকে ঘিরে।

ছোট্র একটি শহরকে ঘিরে দিনভর যেন এক বৃহৎ ব্যস্ত নগরী। চারিদিকে ব্যবসায়ীদের তুমুল ব্যাস্ততা, ব্যাংক, বীমা ও অর্থলগ্নীকারি প্রতিষ্ঠানগুলোর হৈ চৈ। শ্রমিক কর্মীদের ঘর্মাক্ত ছুটে চলা। এর মাঝেই দিনের পর দিন বৃহৎ এক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে নওয়াপাড়া বন্দর নগর। যেখান থেকে সরকার আয় করছে কয়েকশ’ কোটি টাকার রাজস্ব। দেশের উন্নয়নে নওয়াপাড়া নদী বন্দর এ অসামান্য অবদান রেখে চলেছে বছরের পর বছর। 

যশোর ও খুলনার মধ্যবর্তী স্থানে অবস্থিত নওয়াপাড়া একটি ছোট্ট শহর। নওয়াপাড়া শহরের বুক চিরে বয়ে গেছে খুলনা-ঢাকা মহাসড়ক, খুলনা থেকে ঢাকামুখি যেতে বাঁ পাশে খুলনা-ঢাকা-বেনাপোল রেললাইন, আর ডানে ঐতিহ্যবাহী ভৈরব নদী। এক সময়ের খোরস্রোতা এই ভৈরব। ত্রি-মুখি যোগযোগ ব্যবস্থার এমন সূদৃশ্য মেল বন্ধন দেশের অন্য কোন শহরে মেলা ভার।

স্থানীয়রা জানান, ভৈরব নদীকে ঘিরেই নওয়াপাড়া, ভৈরব নদীই নওয়াপাড়ার প্রাণ। ভৈরব নদীকে কেন্দ্র করেই বেঁচে আছেন এ অঞ্চলের লাখ লাখ মানুষ। কেবল এ অঞ্চলেরই নয়, দেশের বিভিন্ন প্রান্তের হাজারও মানুষ এ নদীকে ঘিরে গড়ে ওঠা এই বন্দর শহরে পেয়েছে বেঁচে থাকার ঠাঁই। ভৈরব নদই মায়ের মতো আগলে রেখেছে জনপদ।

নওয়াপাড়া শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এই ভৈরব নদী হয়ে গেলে দু’পাড়ে কেবল দেখা মিলবে শত শত কার্গো জাহাজের সারি। সেই সাথে শত শত পণ্যবাহী ট্রলার ও বোট। সার, সিমেন্ট, কয়লা, ভূট্রা, খৈল, ভূষি, চাল, ডাল, গম চিনিসহ হরেকরকমের পণ্য কার্গো জাহাজ থেকে খালাসে ব্যাস্ত হাজার হাজার ঘাট শ্রমিক। এতটুকু ফুসরৎ নেই কারও। সারি বাঁধা জাহাজগুলোর কোনোটিতে কয়লা, কোনোটিতে সার, কোনোটিতে গম। বস্তা বা ঝুড়িতে ভরে এসব পণ্য মাথায় নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে জাহাজ থেকে নামছেন শ্রমিকেরা। বিরাট এই ব্যবসাযজ্ঞ হচ্ছে যশোরের ছোট্ট একটি উপজেলা শহর নওয়াপাড়াকে ঘিরে।

0/আপনার মতামত জানান

বিজ্ঞাপন

বিজ্ঞাপন